বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরেই তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও একাধারে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি হিসেবেও। তবে সম্প্রতি দলের নেতৃত্ব থেকে সরে যেতে চাইছেন তিনি আর দিয়েছেন এমনি ইঙ্গিত। এ নিয়ে সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছেন গুলজার হোসাইন উজ্জ্বল। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁর চলে যাবার সময় হয়েছে। কেউ বলছেন মার্কিন চাপে তিনি এটা বলছেন।
কেউ কেউ বলছেন উনার তো আসলে বয়স হয়েছে। অবসর চান, নির্ভার হতে চান।
কারণ যাই হোক, একদিন না একদিন তাঁকে এখান থেকে সরতেই হবে। ধরে নিলাম শীঘ্রই তিনি ক্ষমতা থেকে সরে যাচ্ছেন।
কে হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক। আপনাদের প্রস্তাবটা কি?
হতে পারে আওয়ামীলীগ ক্ষমতা থেকে সরে গেল। তখন কে ধরবেন দেশের হাল? আপনার মতামতটা বলুন। খোলাখুলি বলুন।
প্রসঙ্গত, সামনেই অনুষ্ঠিত হবে আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল। আর সেই কাউন্সিলেই এবার প্রধানমন্ত্রী দলের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে এ নিয়ে দল থেকে এখনো জানানো হয় কিছুই।