সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে।তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি আর দলের দায়িত্বে থাকতে চান না। তার যাবার সময় হয়ে গেছে। এ নিয়ে এখন রাজনীতির মাঠে বেশ তোলপাড় চলছে। এবার এ নিয়ে একটি প্রশ্ন তুলেছেন মাহবুব মোর্শেদ। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন লাইভ দেখতে পারিনি। পরে ইউটিউব থেকে দেখলাম। যথেষ্ট মনোযোগ দিয়েই দেখলাম।
তিনি কোথায় ‘বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আমার সময় হয়ে গেছে।’ এই বাক্যটি বলেছেন তা খুঁজে পেলাম না। তিনি সরাসরি এই বাক্যটি বলেছেন বলে আমার মনে হলো না। দূরবর্তীভাবে যা বলেছেন তার অর্থ এরকম হয় না। তিনি দল বা রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত এমন কথা বলেননি, মিনও করেননি। তবে জরুরি অনেক কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার সেগুলো হলো : সামনের দিনগুলোতে দেশ ভয়াবহ অর্থনৈতিক, জ্বালানি ও খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। তিনি বারবার কথাগুলো বলেছেন। পুরো সংবাদ সম্মেলনে তার বলা কথাগুলোর মধ্যে আগামী দিনের সংকটের পূর্বাভাস প্রায় সব প্রশ্নের উত্তরেই ছিল। সম্ভবত তার কথার ৪০ শতাংশ জুড়ে ছিল সংকটের আভাস। যদিও তিনি বিষয়টিকে বৈশ্বিক সংকটের অংশ হিসেবে দেখাতে চেয়েছেন। কিন্তু সংকট যে আসছে সেটা তিনি বলতে চেয়েছেন।
প্রসঙ্গত, আগামী ডিসেম্বর এ অনুষ্ঠিত হবে আওয়ামীলীগের সম্মেলন। আর প্রতিবারের ন্যায় এই সম্মেলনে ঠিক করা হবে দলের নতুন সভাপতি কে হবেন। এর পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন এবার আর তিনি ক্ষমতা নিতে চাঁন না। এবার তিনি সরে দাঁড়াতে চান। আর এ নিয়েই এখন সবখানে চলছে তুমুল আলোচনা।