Tuesday , December 31 2024
Breaking News
Home / Countrywide / প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপি প্রশ্নের কড়া জবাব দিলেন কাদের

প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপি প্রশ্নের কড়া জবাব দিলেন কাদের

সম্প্রতি বৈশ্বিক সমস্যাসহ নানা ইস্যু নিয়ে ভারত সফর করেন প্রধানমন্ত্রী। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে অনেক ভালো বলে দাবি বর্তমান সরকারের। বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া রোগের পর নতুন করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে গোটা বিশ্বে যে সংকট তৈরী হয়েছে তা নিরোশনে পাশে চায় ভারতকে এমন প্রত্যাশায় মূল্য লক্ষ ছিল প্রধানমন্ত্রীর সফরে। তবে এ সফর বিষয়ে বিরোধী দল বিএনপির দাবি প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে সফরটি করেছেন এবং সফরে কোনো ধরনের প্রাপ্তী নেই। জনগণের বেঁচে থাকার জন্য সবকিছুই দিয়েছে ভারত মন্তব্য করে যা বললেন আওয়ামীলীগ সাধারন সম্পদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ কী পেয়েছে, এটাতে এক কথায় বলা যায়, বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় জনগণের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই দিয়েছে।’ আজ শনিবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভুল তথ্য ও গুজব ছড়াবেন না, বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কী ছিল, তা দেখুন। বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো অর্জন দেখার কথা নয়।

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন ওবায়দুল কাদের। তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে।’

প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে আবার দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকাই বিএনপির রাজনীতি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা দুই দেশের মধ্যে গড়ে তুলেছে সংশয় ও অবিশ্বাসের দেয়াল, ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প।’

বিএনপি তাদের শাসনামলে দ্বিপাক্ষিক কোনো সমস্যার সমাধান করতে পারেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে রচনা করেছেন উভয় দেশের মধ্যে সেতুবন্ধ। তারই ধারাবাহিকতায় এবারের সফরও পারস্পরিক বন্ধুত্ব এবং উন্নয়নের পথরেখায় সম্ভাবনার নতুন আলো ছড়িয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ কী পেয়েছে, এটাতে এক কথায় বলা যায়, বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় জনগণের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই দিয়েছে।’ আজ শনিবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কী ছিল, তা দেখুন। বিএনপির নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে, তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো অর্জন দেখতে না পাওয়ারই কথা।

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে।’

প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে আবার দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকাই বিএনপির রাজনীতি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা দুই দেশের মধ্যে গড়ে তুলেছে সংশয় ও অবিশ্বাসের দেয়াল, ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প।’

বিএনপি তাদের শাসনামলে দ্বিপক্ষীয় কোনো সমস্যার সমাধান করতে পারেনি—এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে রচনা করেছেন উভয় দেশের মধ্যে সেতুবন্ধ। তারই ধারাবাহিকতায় এবারের সফরও পারস্পরিক বন্ধুত্ব এবং উন্নয়নের পথরেখায় সম্ভাবনার নতুন আলো ছড়িয়েছে।’

বিএনপি স/ন্ত্রাসে বিশ্বাস করে না, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষ জানে বিএনপির বসবাস স/ন্ত্রাস আর ষ/ড়যন্ত্রের সঙ্গে। ব/ন্ধুকের নলের মুখেই তো তাদের জন্ম।’

ওবায়দুল কাদের বলেন, স/ন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ষ/ড়যন্ত্র- এই তিনটিই বিএনপির রাজনীতি।

বিএনপির টার্গেট লুটপাট আর দুর্নীতি—এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের রাজনীতিতে মামলা, হামলা, ষড়যন্ত্র আর সন্ত্রাস-নৈরাজ্যকে লালন করেছে বিএনপি, যা এখনো করছে। জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নেই, আগেও ছিল না এখনো নেই।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর অর্জন কখনো বিএনপির ভালো লাগে না কারন তাদের ভারতের কাছে তারা নিজেদের শাসন আমলে কোনো কিছু অর্জন করতে পারনি বলে মন্তব্য করেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক। তিনি আরোও বলেন, বিএনপি শুধু ক্ষমতা যেতে চায় এটিই তাদের মূল্য টার্গেট।

About Babu

Check Also

কোহিনূরের পর বিশ্বের সবচেয়ে দামি হীরা দরিয়া-ই-নূর বিদেশে পাচার করেছিল শেখ হাসিনা

ঢাকার নবাবি আমলের মহামূল্যবান হীরকখণ্ড ‘দরিয়া-ই-নূর’ নিয়ে রহস্য আজও অমীমাংসিত। ২০১৬ সালে সোনালী ব্যাংক সদরঘাট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *