বাংলাদেশের এক সময়ের সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। ২৮ বছর সার্ভিস দিয়েছেন সেনাবাহিনীর হয়ে। বর্তমানে তিনি বাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন নিজের বিরুদ্ধে প্রকাশ হয়ে একটি প্রতিবেদন নিয়ে। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হুবহু:-
আমি যে এতবড় টেররিস্ট আমি নিজেই জানতামনা। আর বাংলাদেশ বর্ডারগার্ড সেই টেররিস্টকে ২০১৬ সালে দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে পদক দিল আবার সেই ছবি দেশের তিনটা প্রধান দৈনিকে ছাপা হল।
সেই টেররিস্ট চাকুরীজীবনে ৫ বার গোয়েন্দা এপয়েন্টমেন্টে কাজ করল যেখানে উচ্চ লেভেলের সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়।
আমিতো এখন চিন্তায় আছি আমেরিকার এক নাম করা সিকিউরিটি কম্পানীতে চাকুরী করি যারা আবার প্রতি সপ্তাহে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পরিস্হিতি আপডেট করে। কোন দিন না আমার চাকরী হাড়িয়ে জেলের ভাত খাই।
নীচের লিংকে গিয়ে আমাকে নতুন ভাবে জেনে আনন্দিত হন।
https://www.weeklyblitz.net/international/militancy-connections-of-lt-col-mustafizur-rahman/?fbclid=IwAR2BMYQSd7SnKGGZzgs3XoJFEwABlmV3HsNZpoA0c8vO3jwMdtxlhHrodJI
সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় সাবেক এই সেনাকর্মকর্তা। দেশের নানা ধরনের গোপনীয় বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে লেখনী লিখছেন তিনি। আর সেই থেকেই পাঠক মহলে আরো বেশি পরিচিত হয়েছেন।