সম্প্রতি বাংলাদেশে আবারো ঘটে গেছে আলোচিত একটি ঘটনা। রক্তকন্যা খ্যাত এক নারীকে প্রধানমন্ত্রীর নামে একটি ফেইসবুক পোস্ট দিয়ে হয়েছেন গ্রেফতার। আর এই কারনে এখন সারা দেশে এখন এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এবার এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের অতি পরিচিত একজন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। পাঠকদের উদ্দেশে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
শেখ হাসিনার সুনাম রাখতে গ্রেপ্তার ও আমার কিছু কথা
শেখ হাসিনার উদ্দেশে আমার কিছু কথা আছে৷ আপনার নাগাল পাচ্ছি না বলে ফর রেকর্ড এখানেই বলে রাখছি৷
একজনকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ একটি ফেসবুক পোস্টে তিনি আপনার সুনাম ক্ষুন্ন ও মানহানি করেছেন৷ এই অপরাধের কারণে তিনি এখন কারাগারে আছেন৷ আমাদের প্রশ্ন তিনি আপনার ঠিক কতটা সুনাম ক্ষয় করেছেন, মানে সংখ্যাতাত্ত্বিকভাবে কিছু বললে আমার বুঝতে সুবিধা হয়৷ ধরা যাক আপনার সুনাম ১০০, অভিযুক্ত কি আপনার ১০/২০/৩০/৪০ নাকি তারও বেশি সুনাম ক্ষয় করেছিলেন? তাকে গ্রেপ্তারের পর আপনার সুনাম আবার ঠিক জায়গায় ফেরত চলে এসেছে তো?
পুরোটা পড়তে প্রথম কমেন্টে ক্লিক করুন..
https://www.dw.com/…/%E0%A6%B6%E0%A7%87%E0…/a-৬৩৩৪৮৬৭০
প্রসঙ্গত, এ দিকে ওই নারীকে এখনো ছাড়েনি প্রশাসন। তবে সারা দেশে এখন ওই নারীকে নিয়ে চলছে ব্যাপক সমলোচনা। দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের মত করে ওই নারীর মুক্তি চাইছেন।