তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু না হলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীর বৈধতা পাওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তৈমুর খন্দকার বলেন, আমি দেশবাসীকে বলব, আপনারা রাষ্ট্রের মালিক।
আপনার মালিকানা রক্ষার জন্য আপনারা ভোটকেন্দ্রে আসবেন। আমি রূপগঞ্জের বাসিন্দাদের ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার রক্ষার জন্য অনুরোধ করছি। যাকে ভোট দিলে আপনাদের জানমাল রক্ষা হবে সেটা বিবেচনা করেই আপনারা ভোট দিবেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন শপথ অনুযায়ী সাংবিধানিক দায়িত্ব পালন করতে না পারলে জাতি এই নির্বাচন কমিশনকে রাখবে না।
নির্বাচন কমিশন নামে কোনো প্রতিষ্ঠানের আর প্রয়োজন হবে না।