গত শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার (২৬ জুন) সকাল ৬ টা থেকে পদ্মাসেতুতে শুরু হয় যান চলাচল। তবে পদ্মাসেতু খুলতে না খুলতেই যাত্রীদের একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় আলোচনা চলছেই।
এবার পদ্মা সেতুতে বিবাহবার্ষিকী উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বৃহস্পতিবার (৩০ জুন) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে পদ্মা সেতুতে ফুলের তোড়া ও হাতে কেক নিয়ে উপস্থিত এক দম্পতি।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই দম্পতি বলেন, তারাই প্রথম দম্পতি যারা পদ্মা সেতুতে তাদের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। কেক কাটার পর স্বামী-স্ত্রী নিজেদের ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান। তারপর কেক কেটে একে অপরের মুখে দেন।
এই ভিডিওটি এখন ভাইরাল। কমেন্টে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ প্রশংসা করলেও অনেকে সমালোচনা করেছেন। কারণ পদ্মা সেতুতে ছবি ও ভিডিও তোলা নিষেধ থাকলেও এই দম্পতি কীভাবে আইন ভাঙলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
পদ্মা সেতু নিয়ে নানারকম উন্মাদনা চলছে। ইতিমধ্যে পদ্মাসেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইতিমধ্যে বায়েজিদ ও মাহদি নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও এ ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা, সেদিক-টিও খুতিয়ে দেখছে পুলিশ।