রুমিন ফারহানা যিনি সংরক্ষিত মহিলা আসনের বিএনপির সাংসদ হিসেবে রয়েছেন তিনি এবার সংসদে প্রশ্ন তুলেছেন বিচারবহির্ভূত হ’/’ত্যাকা’ণ্ডের বিষয়ে। তিনি প্রশ্ন করেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার বিচার বহির্ভূত হ’/’ত্যাকা’ন্ডকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নেবে।
গতকাল (মঙ্গলবার) জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার পর বিল পাসের আলোচনায় অংশ গ্রহন করে তিনি সরকারকে উদ্দেশে করে এই প্রশ্ন করেন। রুমিন ফারহানা বলেন, ‘প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। মেজর (অব.) সিনহাকে হ’/’ত্যার পর কিছু দিন ধরে বিচারবহির্ভূত হ’/’ত্যাকান্ডের যে ঘটনা ঘটানো হতো সেটা বন্ধ ছিল। এখন পূনরায় সেই বর্ব’রতা আরম্ভ হয়েছে। ‘
সম্প্রতি শিল্প প্রতিমন্ত্রী এক বক্তব্যে তিনি ‘ক্র’সফা’য়ার’ সমর্থন করেন বলে জানান। শিল্প প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘শিল্প প্রতিমন্ত্রী অন্তত পুরনো গল্প বলেননি। তিনি পরিস্কারভাবে জানিয়েছেন যে তিনি ক্র’সফা’য়ারের পক্ষে।’
তিনি বলেন, ‘কিন্তু সরকারের কাছে প্রশ্ন, বিচারবহির্ভূত হ’/’ত্যার মতো বী’ভৎ’স বিষয়কে সমর্থন করে এ ধরনের উ’স্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে শিল্প প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে?’ বিএনপির হুইপ রুমিন বলেন, ‘গত ১০ বছরে দেশে গুম হয়েছেন ৫৩৬ জন, বিচারবহির্ভূত হ’/’ত্যা হয়েছে ২ হাজার ১৮৮টি, হেফাজতে নি’/র্যা’তনে মা’/রা গেছেন ১২৮ জন, খেয়ালখুশি গ্রেপ্তারের শি’/কা’র হয়েছেন কয়েক হাজার মানুষ।’
তিনি বলেন, ‘আমরা এমন এক দেশে বাস করি যেখানে বিচার চাইতে হয়। শুধু বিচার চাইলে হয় না, ঘটনাটি অতি আলোচিত হতে হয়। আবার শুধু আলোচিত হলে হয় না, সে ঘটনার সঙ্গে যদি শক্তিশালী ক্ষমতাধর কেউ যুক্ত থাকে তখন আর বিচার পাওয়া যায় না। যেমন ত্বকী বা সাগর-রুনি হ’/’ত্যাকা’/ণ্ড।’
উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের বিএনপির সাংসদ রুমিন ফারহানা সংসদে যোগ দিয়ে নানা ধরনের প্রশ্ন তুলে সংসদে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমালোচনা করে থাকেন। তিনি বর্তমান সময়ে সমসাময়িক রাজনীতির বিষয়ে প্রশ্ন তোলায় অনেক বিএনপি সমর্থকেরা তাকে বাহবা দিয়ে থাকেন। রুমিন ফারহানা বিএনপির একজন অন্যতম রাজনৈতিক হিসেবে দলের নিকট স্বীকৃতি পেয়েছেন।