ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আমি কোনো অপরাধ না করলেও আমার বিশ্বাস, আমি যে ভুল করেছি নির্বাচন কমিশন ক্ষমা করবেন।
কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে তিনি বলেন, কমিশন আমাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে, তাই আমি এখানে আছি।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কমিশন আপনার বক্তব্যে সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে ফরিদুল হক বলেন, কমিশনের মতামত এখনো কিছু ঘোষণা করেনি।
এদিকে এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
গত ৭ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গোপন কক্ষে না গিয়ে জামালপুর-২ (ইসলামপুর) আসনের একটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরেছেন। এ ঘটনায় তাকে ব্যাখ্যা চেয়ে তলব করেছে নির্বাচন কমিশন।