অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সম্প্রতি ফেসবুকের মাধ্যমে নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক পোস্টে তিনি ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট সমালোচনা এবং বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “কিছু শব্দ এবং বাক্য ব্যবহারে অসতর্কতা ছিল, যার ফলে ভুল ধারণা তৈরি হয়েছে। শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং সম্মানিত উস্তাদদের সৎ পরামর্শের ভিত্তিতে আমি আমার এই অসাবধানতাকে স্বীকার করছি। ভবিষ্যতে আরও সতর্ক থাকব এবং যাদের মনে কষ্ট দিয়েছি, তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আলেম সমাজের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাদের সান্নিধ্যে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়েছে। শীর্ষ আলেমদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে এবং তাদের পরামর্শকে সর্বদাই গুরুত্ব দিয়ে থাকি। সমালোচনার মাধ্যমে কল্যাণের পথ খুলে যায়, এবং যারা গঠনমূলক সমালোচনা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে, কিছু ব্যক্তিগত আক্রমণমূলক সমালোচনা হয়েছে, যা খুবই দুঃখজনক।”
খালিদ হোসেন দেশ গঠনে আলেমদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমাদের সরকার আপনাদেরই সরকার। ভুল শুধরে নেওয়া সকলের জন্যই মঙ্গলজনক। একত্রিতভাবে কাজ করলে আমরা জাতি গঠনে সফল হব।”
তিনি শেষ করেন এই দোয়া করে, “মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিন এবং দেশের কল্যাণে আমাদের প্রচেষ্টাকে সফল করুন।”