Wednesday , December 25 2024
Breaking News
Home / Entertainment / প্রকাশ্যে এলো মৌসুমির ভাঙ্গনের খবর

প্রকাশ্যে এলো মৌসুমির ভাঙ্গনের খবর

অভিনেত্রী মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করেন জায়েদ খান। এমন অভিযোগে সম্প্রতি ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে চড় মেরেছিলেন ওমর সানি। এসময় জায়েদ ক্ষিপ্ত হয়ে কোমর থেকে পিস্তল টেনে সানিকে গু// লি করার হুমকি দিয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রেক্ষাগৃহে উত্তেজনা বিরাজ করছিলো। গত রোববার (১২ জুন) জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতির সভাপতি ওমর সানি লিখিত অভিযোগ করেছিলেন। সেখানে তিনি তাকে তার পরিবার ভাঙার চেষ্টা করার এবং তাকে গু// লি করার হুমকি দেওয়ার লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে।

ক’দিন ধরেই পারিবারিক জীবনের নানা সংবাদে আলোচনায় চিত্রনায়িকা মৌসুমী। ‌না এবার ব্যক্তিজীবন নয়, এবার পেশাজীবনের খবর। আসছে মৌসুমীর ভাঙন নামের সিনেমা। গতকাল (১৯ জুন) রাতে প্রকাশ্যে এসেছে এর অফিসিয়াল পোস্টার। পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন এটি ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন ছবিটির কাজ শেষ। শিগগিরই পাবে মুক্তি। সরকারি অনুদানের এই সিনেমায় মৌসুমীর পাশাপাশি আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, প্রাণ রায়সহ অনেকে। পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার গল্পে উঠে আসবে একটি রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা। এখানে আছে হকার, পতিতা, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক মানুষ। তাদের জীবন যাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প থাকছে ভাঙন সিনেমায়।

জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ভাঙন’। এর প্রযোজকও মির্জা শাখাওয়াৎ হোসেন। গত বছর তেজগাঁও রেলস্টেশনে শুরু হয় সিনেমার শুটিং। টানা কয়েকদিন এর দৃশ্যধারণে অংশ নেন মৌসুমী। সিনেমায় চুড়ি-ফিতা বিক্রেতার চরিত্রে দেখা যাবে তাকে। আর ফজলুর রহমান বাবুকে দেখা যাবে ভিক্ষাবৃত্তির পেশায়। প্রাণ রায় অভিনয় করেছেন পকেটমারের চরিত্রে। এরই মধ্যে সিনেমার প্রায় কাজ শেষ। সিনেমাটি শিগগিরিই পর্দায় আসছে। অন্যদিকে, ক’দিন ধরেই তারকা দম্পতি মৌসুমী-সানীর সংসার ভাঙার নানা আতঙ্ক ছিল। চাপা দাম্পত্য কলহে ছিল দুই তারকার মুখ দেখাদেখি বন্ধও। তবে বৃহস্পতিবার (১৬ জুন) মধ্যরাতে সানীর প্রকাশ করা ছবিতে দেখা যায় পুরো পরিবারের। যেখানে একসঙ্গে বসে খাচ্ছেন মৌসুম ও তিনি। এরপর আসে ভিডিও। যেখানে দেখা যায়, সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন গান গেয়ে মাকে হাসানোর চেষ্টা করছেন। হয়েছেন সফলও।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা গেছে অভিনেতা জায়েদ খানের ইস্যুকে কেন্দ্র করে ওমর সানী-মৌসুমীর সংসার ভাঙনের দিকে গড়াচ্ছে। পরবর্তীতে সেটা আরও জোরদার হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সানীর দেওয়া অভিযোগপত্রের মাধ্যমে। তিনি জানান, চিত্রনায়ক জায়েদ খান তাদের ২৭ বছরের সুখের সংসার ধ্বংস করে দিচ্ছেন। এই কারণেই এর আগে অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে বাধে সংঘর্ষ। সানী কোন কিছু না বলেই কষে একটা চড় মারেন জায়েদ খানকে। অভিযোগ আছে, জায়েদ খানও পিস্তল দিয়ে গু// লি করার হুমকি দিয়েছেন। চড় মারার কারণ হিসেবে সানী দাবি করেন, গত চার মাস ধরে জায়েদ মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে।

About Syful Islam

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *