Sunday , January 12 2025
Breaking News
Home / Countrywide / পেট কেটে বের করবো সেসব সুবিধা : নুর

পেট কেটে বের করবো সেসব সুবিধা : নুর

ক্ষমতাসীন আওয়ামীলীগ বিনা ভোটে ক্ষমতায় বসে অবৈধ্য টাকার পাহাড় গড়েছেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। বিনা ভোটে নির্বাচিত হয়ে দেশের টাকা লুটপাট করে দেশের অর্থনৈতিকে সংকটের মুখে ফেলেছে। অথচ এসবের জন্য দেশের মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি দেশের মানুষ দিশেহারা কিন্তু বিষয়টি নিয়ে সরকারের কোনো মাথা ব্যাথা নেই তারা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত বলে জানান গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।ক্ষমতায় গেলে এমপি-মন্ত্রীদের অবৈধ সুযোগ-সুবিধা ফেরত নেবো মন্তব্য করে যা বললেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০১৪ সাল ও ২০১৮ সালের নির্বাচনে যারা অবৈধভাবে এমপি-মন্ত্রী হয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন, সেসব সুবিধা ফেরত দিতে হবে। আমরা ক্ষমতায় গেলে সেটি নিশ্চিত করবো। যারা এই অপরাধীদের ক্ষমতায় এনেছে, তাদের বিচারও আমরা করবো।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইডেন কলেজে মহিলা অধিকার পরিষদের প্রতিবাদ সমাবেশে সিট বাণিজ্য, নি/র্যাতন ও সাধারণ শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, সরকারের নেতারা বিনাভোটে এমপি-মন্ত্রী হয়েছেন, যদি গণতান্ত্রিক সরকার আসে, প্রত্যেককে তো জেলে যেতে হবে। জনগণের ভ্যাট-ট্যাক্সের পয়সায় বিদেশে বাড়ি করবেন, ভালো চিকিৎসা নেবেন। যেসব সুবিধা আপনারা নিয়েছেন, পেট কেটে বের করবো সেসব সুবিধা।

ইডেন কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে নূর বলেন, ইডেন কলেজে ৩৫ হাজার শিক্ষার্থী পড়ে কেন আমার বোনেরা কয়েকজন ছাত্রলীগের কাছে জিম্মি হবে? আমরা বাইরে থেকে আওয়াজ তুলি, আপনি ভিতর থেকে আওয়াজ তুলুন।

তিনি বলেন, তরুণরা ছাত্রলীগের সঙ্গে মিশে যেন নষ্ট না হয়, এজন্য প্রত্যেক অভিভাবককে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ছাত্রলীগ করেন, তারা সব অপদার্থ। ঠিকমতো পড়াশোনা করেন না। চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিপক্ষকে দমন এসব অপকর্ম করে ছাত্রলীগের পদ বাগিয়ে নিচ্ছেন। অছাত্র, কুছাত্র, যাদের ছাত্রত্ব নেই তারাই মধুর ক্যান্টিনে বসে বিড়ি খেয়ে ধোঁয়া উড়াচ্ছে। আর পিছনে অন্যান্যরা ভেড়ার পালের মতো জড়ো হয়ে থাকছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছেন তারা কিন্তু মেধাবী। তারা একবার চিন্তাও করেন না কেন অছাত্র, কুছাত্র, বিড়িখোড়দের পেছনে তারা দাঁড়িয়ে থাকবেন।

সরকার নির্বাচন করতে ভয় পাচ্ছে মন্তব্য করে নূর বলেন, সরকার ডাকসুর নির্বাচন জীবনেও দিতো না। কিন্তু তারা যখন দেখেছে,২০১৮ সালের নির্বাচনে তাদের কর্মকাণ্ড সবাই দেখেছে। এ নিয়ে দেশে ও দেশের বাইরে সমালোচনা হচ্ছে। তাই নিজের বদনাম ঘোচানোর জন্য একবার ডাকসুর নির্বাচন দিলো। মানুষ উত্তেজিত হয়ে গণভবনে হামলা করতে পারে, এজন্য যেকোনোভাবে জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে ডাকসুর নির্বাচন দিয়েছিল। সরকার যখন দেখলো কোটা সংস্কার আন্দোলনের একজন ভিপি হয়ে গেছে, এরপর আর নির্বাচন দেওয়ার সাহস পায়নি।

সমাবেশে গণঅধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সরকার ক্ষমতায় থেকে উন্নয়নের নামে দেশের টাকা নিজেদের পকেট ভরচ্ছে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

About Babu

Check Also

হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাঁকে আমৃত্যু থাকতে দেওয়া উচিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রয়োজনে তাঁকে আমৃত্যু ভারতে থাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *