Friday , November 22 2024
Breaking News
Home / Sports / পৃথিবীতে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা মাত্র ৪ জন,বিত্তবানরা সার্থকের পাশে দাড়ান:তাসকিন

পৃথিবীতে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা মাত্র ৪ জন,বিত্তবানরা সার্থকের পাশে দাড়ান:তাসকিন

খেলার মাঠে ২২ গজের মধ্যেই সীমাবদ্ধ নয় সব খেলোয়াড়দের জীবন। মানুষের যে একটা মন আছে। মানুষ হিসাবে ভেতরে থাকা মনুষত্বের পরিচয় দিলেন তাসকিন। সম্প্রতি একটি শিশুর চিকিৎসার জন্য জনগণের কাছে আর্থীক সাহায্য চাইতে পিছুপা হননি তিনি।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪ বছরের শিশু সার্থকের জন্য সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের স্পিডস্টার তাসকিন আহমেদ।

শিশু সার্থক আক্রান্ত হয়েছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক বিরল রোগে। তাসকিন আহমেদ জানান, পৃথিবীতে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা মাত্র চারজন। তাই এই রোগের চিকিৎসাও অত্যন্ত অপ্রতুল ও ব্যয়বহুল। সার্থককে সব সময় ডাক্তারদের পর্যবেক্ষণ ও চিকিৎসার অধীনে থাকতে হচ্ছে। এই শিশুর মা-বাবা তাদের সর্বস্ব দিয়েই চিকিৎসার ব্যয় যোগান দিয়ে যাচ্ছেন। তবে এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান মানুষ’সহ সকলেই যদি নিজেদের অবস্থান থেকে শিশু সার্থকের পাশে দাঁড়ান, তবেই হয়তো বিরল রোগটিকে পরাজিত করে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সার্থক।

মানবতার এক অনন্য উদাহরন হয়ে এগিয়ে আসলেন তাসকিন আহমেদ। যখন বাচ্চাটির পাশে কাওকে পাচ্ছিল না ঠিক তখনই এগিয়ে গেলেন এই ক্রিকেটার। শুধু নিজেই এগিয়ে আসেন নি জনগণকেও এগিয়ে আসার আহবান জানালেন তিনি। যেন নিজে না পারলেও সবাইকে সাথে নিয়ে পারেন একটি প্রাণকে বাঁচাতে।

https://scontent.fjsr11-1.fna.fbcdn.net/v/t1.15752-9/261057536_1024662251725118_3893145368679897561_n.jpg?_nc_cat=105&ccb=1-5&_nc_sid=ae9488&_nc_ohc=i2cLLPClnkgAX-YQluL&_nc_ht=scontent.fjsr11-1.fna&oh=0f65a1935037fde4e0046cc15364dbe4&oe=61CB7F23

About

Check Also

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে তার ভক্তরা নানা কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *