১৭ আগস্ট কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে অবাক করা তথ্য সামনে এলো। ৩ মাস ২৬ দিন পর শনিবার সকালে দানবাক্স খুলে দেখা যায়, তাতে রয়েছে প্রায় ২৮ বস্তা টাকা!
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দানবাক্সের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ অর্থ। এত বড় পরিমাণ টাকা পাওয়ায় স্থানীয়রা যেমন আনন্দিত, তেমনি অবাকও হয়েছেন।
এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে সাত কোটির বেশি টাকা। শনিবার সকালে মসজিদটির নয়টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে টাকার পরিমান দাঁড়ায় ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬। সেইসঙ্গে মিলেছে, বৈদেশিক মুদ্রা ও সোনার গহনাও।
এবারের গণনা তত্ত্বাবধানকারী অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ টাকার পরিমান জানান।
এর আগে সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম; ডিসি ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।