পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার থানায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তহসিল দারাবনে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। তারা চারদিক থেকে থানা ঘেরাও করে গ্রেনেড ও ভারী অস্ত্র ছুড়তে থাকে। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পর রাতের আড়ালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে ফেলে। পলাতক সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিহতদের পুলিশ লাইনে দাহ করা হবে বলেও জানা গেছে।