Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / পুলিশ প্রশাসন যেভাবেই লাগবে সেভাবেই দেখবো,৭ তারিখ খেলা হবে: হাই আকন্দ

পুলিশ প্রশাসন যেভাবেই লাগবে সেভাবেই দেখবো,৭ তারিখ খেলা হবে: হাই আকন্দ

দেশের বিভিন্ন জায়গায় চলছে ইউপি নির্বাচন। আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর। কোথাও চলছে ভোট গ্রহন কোথাওবা নির্বাচনি প্রচারনা। প্রত্যেক প্রার্থী চায় নির্বাচিত হতে, দায়িত্ব নিয়ে এলাকার জন্য কাজ করতে। প্রচারনার সময় অনেকেই দেয় প্রতিশ্রুতি যাতে জনগণ তাকে ভোট দেয়। কিন্তূ এ কেমন প্রচারনা যেখানে ভোট চেয়ে মিনোতির জায়গায় হুমকি দেওয়া হয়! হ্যা সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলে।

আগামী ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে অনুষ্ঠিত হবে ৪র্থ ধাপের ইউপি নির্বাচন।
নির্বাচনে ইউনিয়নটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মতিন সরকার।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মতিন সরকারের প্রচারণায় এসে বক্তব্য দেন জেলার কাহিহাতী উপজেলার গোহাইলবাড়ি ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাই আকন্দ। যা এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল।

নিজের দেয়া বক্তব্যে হাই আকন্দ বলেন, নৌকা মার্কার ভোট হবে টেবিলের উপরে। মতিন সরকারকে নৌকা মার্কায় বিজয়ী করতেই হবে। যেখানে ৪১০০ ভোট আছে, সেখানে ৩৫০০ ভোট নিশ্চিত করতে হবে এবং তা টেবিলের উপরই দিতে হবে। কোনো আড়াল করা চলবে না। সব ভোট হবে নৌকার।

তিনি আরও বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ তারিখ। প্রতীক দেয়া হবে হবে ৭ তারিখ। সেদিনই খেলা হবে। প্রতিপক্ষ প্রার্থী মাসুদ কীভাবে এই ওয়ার্ডে প্রচারণায় আসবে সেটা আমি দেখবো। পুলিশ, প্রশাসন যেভাবেই লাগবে সেভাবেই দেখবো। ভোটের জন্য আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো। কিন্তু তারপরও যদি কেউ অন্য জায়গায় ভোট দেয় তাহলে সেই ব্যবস্থা আমরা নেব। আমার বংশের কেউ যদি প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে যায় তাহলে তাকে শাস্তি দেয়া হবে।

হাই আকন্দ গোহালিয়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। গত ২৮ ডিসেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গোহাইলবাড়ির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে অনেক অপ্রিতিকর ঘটনা শোনা যায়। অনেক সহিংসতার খবরও শোনা যায়। কিন্তূ প্রচারনার সময় দেখা যায় অনেকেই অনেক ধরনের ভাষণ দেয় ভালো ভালো কথা বলে মানুষের মন জয়ের চেষ্টা করে। কিন্তূ এখানে তার উল্টা। নির্বাচন শুরু হওয়ার পূর্বেই হুমকি। তাও আবার প্রশাসন হাতে রেখে।

About

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানমন্ডি যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

ধানমন্ডি থানা যুবদল পরিবেশ রক্ষায় একটি ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যা এলাকাবাসীসহ সারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *