সম্প্রতি গত কয়েকদিন আগেই দায়িত্বরত কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। আর এ ঘটনায় শুধু তারাই অবাক হননি বরং সারা-দেশের মানুষই এ ঘটনায় রীতিমতো হতবম্ভ হয়ে পড়েন। তবে অবশেষে ওই পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানোর ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ের মিডিয়া সেন্টারে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এই সংলাপের আয়োজন করে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পর সম্প্রতি পাঁচ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরির বয়স ২৫ বছর হলে তা (অবসর) আগে থেকে হয়ে আসছে। অনেক সময় অনেকের মধ্যে দক্ষতার অভাব, দেশপ্রেমের অভাব। তাই আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে হঠাৎ করেই পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি খুব একটা ভালো চোখে দেখছে দেশের সাধারণ মানুষ। এ ঘটনায় তীব্র নিন্দাও প্রকাশ করেছেন অনেকেই।