Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / পুলিশের সঙ্গে চা খেতে এসে গ্রেপ্তার কথিত ‘সিনিয়র সহকারী সচিব’

পুলিশের সঙ্গে চা খেতে এসে গ্রেপ্তার কথিত ‘সিনিয়র সহকারী সচিব’

পরিচয় জালিয়াতির অভিযোগে সিনিয়র সহকারী সচিব মো. রফিকুল হক মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে মিরপুর থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিরপুর জোন) কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, রফিক মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার মো. শামছুল হক মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। কিন্তু তিনি নিজেকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিচয় দেন।

তিনি আরও দাবি করেন যে ৩৫তম বিসিএস পাস করে বর্তমানে তিনি জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারে উপ-পরিচালকের পদে অধিষ্ঠিত রয়েছেন।

ওসি মহসিন আরও জানান, এমটিএমসির পরিচালকের নামে একটি ভিজিটিং কার্ডও তৈরি করেন রফিক। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, থানায় কোনো প্রয়োজন হলে তার ভিজিটিং কার্ড দেখালে ‘কাজ হয়ে যাবে’।

তার কথায় আনু মিয়া নামে এক ব্যক্তি ওই ভিজিটিং কার্ড নিয়ে গতকাল রাতে মিরপুর জোনের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুক মিয়ার কাছে আসেন। কার্ড দেখে রফিকের পরিচয় সন্দেহ হলে তাকে চায়ের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হয়। আসার পর তার পরিচয়, কর্মস্থল ইত্যাদি জানতে চাইলে তিনি বেমানান কথা বলতে থাকেন।

পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে তারা জানান, এই নামে কেউ নেই। একপর্যায়ে মিথ্যা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন রফিক। গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুর রহমান বাদী হয়ে সরকারি কর্মকর্তার জালিয়াতি ও মিথ্যা পরিচয়ের অভিযোগে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

About Nasimul Islam

Check Also

অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্টদের সমর্থনদাতাদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *