রাস্তায় এক নারীকে লাঠি দিয়ে বাড়ি মারেন এক নারী পুলিশ কর্মী। এরপর জোরে কথা বলতে বলতে পুলিশের দিকে ছুটে যান ওই নারী। শুধু তাই নয়, লাঠি কেড়ে নিয়ে পুলিশ সদস্যকে বেশ কয়েকবার আঘাত করেন তিনি। এ অবস্থায় দ্রুত এগিয়ে আসেন অন্য পুলিশ সদস্যরা। এরপর পুলিশ যৌথভাবে ওই নারীকে গ্রেপ্তার করে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়। বিষয়টি বেশ চর্চা করা হচ্ছে। কারণ পুলিশের ওপর হামলাকারী নারী একজন রূপান্তরকামী মডেল।
ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পুলিশের ওপর হামলাকারী মহিলার নাম তেনজিন মারিকো। তিনি তিব্বতের প্রথম রূপান্তরকামী মডেল। ভারতের হিমাচল প্রদেশের ম্যাকলিওডগঞ্জ মার্কেটের ধর্মশালায় পুলিশের সঙ্গে তার সংঘর্ষ হয়। সেই সময় তেনজিনের সঙ্গে আরও ১১ জন বিদেশী বন্ধু ছিল। তাদেরও গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, পুলিশ আইন ১১৪, ১১৫ ধারায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় মোট ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।