বগুড়ার ধুনটে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাজেদুল ইসলাম সাগর নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত আইডি থেকে মাইডেতে ছবিটি পোস্ট করেন তিনি। পরে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি ছবিটি সরিয়ে দেন।
সাগরের বাড়ি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাঞ্জারপাড়া গ্রামে। ফেসবুকে তিনি নিজেকে উপজেলা স্বচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।
ছবিতে সাগরকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা একটি বদ্ধ ঘরে দেখা যাচ্ছে, ইংরেজি অক্ষরে নীল অক্ষরে পুলিশ লেখা রয়েছে। পাশের প্লাস্টিকের চেয়ারে আরেকটি বুলেটপ্রুফ জ্যাকেট, তাতে একই রঙের পুলিশ লেখা।
তবে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবিএস সবুজের দাবি, সাগরের কোনো দলীয় পদ নেই। তবে আ.লীগের দলীয় কর্মসূচিতে স্বেচ্ছাসেবকরা অংশ নেন। পুলিশের জ্যাকেট পরা তার ছবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাগর কীভাবে জ্যাকেট পেল বা পরেছিল তা আমরা জানি না। তবে তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে ব্যবস্থা নেওয়া হবে।
সাজেদুল ইসলাম সাগর পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরার কথা স্বীকার করে বলেন, কয়েকদিন আগে নিমগাছি ইউনিয়নের বিট পুলিশিং অফিসের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা খাবার খেতে গেলে আমি রসিকতা করে জ্যাকেটটি পরেছিলাম। সময় আমার এক বন্ধু ছবি তুলেছিল এবং আজও সেই ছবি আমার দিন দিয়েছে।বুঝতে পেরে ডিলিট করে দিয়েছি।ব্যাপারটা ভুল।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সাগর নামে কাউকে চিনি না। তবে পুলিশের ব্যবহৃত জ্যাকেট অন্য কারো পরার সুযোগ নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার গাফিলতি আছে কি না তা দেখা হবে।