কথায় আছে ‘সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ’। তেমনটাই হয়েছে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে। ২১৫ কোটি রুপি আত্মসাতের মামলায় ঘনিষ্ঠজন সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার নাম উঠেছে আগেই।
তবে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন জ্যাকুলিন। কিন্তু তা ধোপে টেকেনি। এই তারকা সজ্ঞানে সুকেশের কাছ থেকে কালো টাকা পেয়েছেন। সম্প্রতি আদালতের কাছে এমন দাবি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে নিজেকে নির্দোষ উল্লেখ করা জ্যাকুলিন এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি।
ইডি দাবি করেছে, জেকলিন জেরার সময় সত্য গোপন করেছেন। অভিনেত্রী বারবার বলেছেন যে সুকেশ চন্দ্রশেখর তাকে ফাঁসিয়েছে। কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি। ইডির তদন্তে বলা হয়েছে, জ্যাকুলিন জেনেশুনে সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকি সুকেশকে গ্রেপ্তারের পর জ্যাকুলিন তার ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেন।
ইডির আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে যে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ রুপির শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তার ভাই ও বোনের, সেখানেও ১,৭, ২৯১৩ মার্কিন ডলার ২৬, ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল।
সুকেশের সঙ্গে বেশ দহরম মহরম ছিল এই অভিনেত্রীর। তার সাথে ঘুরতেন, তার দেয়া উপহার নিয়ে যেতেন। সেই ধারাবাহিকতায় অপরাধের দায় নিতে হবে। দীর্ঘদিন ধরে প্রশাসনের সন্দেহের তালিকায় ছিলেন তিনি।