সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক আলোচনায় আসেন মার্কিন রাষ্ট্রদূত। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও অংশগ্রহনমূলক হয় তার জন্য নানা ধরনের পদক্ষেপ নিতে দেখা যায় মার্কিন রাষ্ট্রদূতকে।কিন্তু তার এমন কর্মেকাণ্ডে অনেক খানি অস্বস্তিতে পড়েছে বর্তমান সরকার।কারণ ক্ষমতাসীন সরকার আবারও ১৪ ও ১৮ সালের মতো একতরফা নির্বাচন করতে চায় তারা কিন্তু এতে বাধা হয়েছে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র তবে এটি কোনো ভাবেই মেনে নিতে পারছে না সরকারসহ তাদের নেতাকর্মীরা।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ওবায়দুল কাদেরের ছক্কায় আমেরিকা হতবাক ! পিটার হাস লাপাত্তা ! ডোনাল্ড লুরও কোন সাড়া শব্দ নেই !
প্রসঙ্গত, সরকার আবারও একতরফা নির্বাচনের নীল নকসা করে ফেলেছে।আরও এই বিষয়ে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশুলো।যে কোনো ভাবেই মেনে নিতে পারছে না ক্ষমতাসীন সরকার।
https://www.facebook.com/golammaularonymp/posts/pfbid0ADBib24vnjPyCzqTSPELapbKkmKUM8KDaQj47p8YgcvLtVo5waRAbKa8x8znsDwGl?mibextid=YxdKMJ