Wednesday , December 25 2024
Breaking News
Home / opinion / পিটার হাসের চাকরি চলে যাচ্ছে: রনি (ভিডিও)

পিটার হাসের চাকরি চলে যাচ্ছে: রনি (ভিডিও)

সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নানা আলোচনার সৃষ্টি হচ্ছে দেশসহ আন্তজার্তিক মহলে।যুক্তরাষ্ট্র পশ্চিমাদেশুলো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়ে আসছে দীর্ঘ দিন ধরে। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।তবে এসব বিষয়কে পাত্তা না দিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ আবারও একতরফা নির্বাচনের পথে হাঁটছে তারা।আর সে জন্য তারা বিরোধী দল বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেই ইতিমধ্যে ভোটে সব আয়োজন করে ফেলেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকের জন্য নিচে দেওয়া হলো।

পিটার হাসের চাকরি চলে যাচ্ছে ! বাইডেনও বিপদে পড়বেন ! বোয়িং বিক্রির ধান্দার খবরে আমেরিকা তোলপাড় !

প্রসঙ্গত, বিদেশীদের চাপ থাকা সত্বেও আওয়ামীলীগ সরকার একতরফা নির্বাচন পথে থেকে পিছু হটছে না।তারা আবারও ১৪ ও ১৮ সালের মতো ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতা থাকতে চায়।তবে এর মধ্যে সরকারের মধ্যে নানা সংশয় কাজ করছে।

https://www.facebook.com/golammaularonymp/posts/pfbid0FSv5a3aCAq7yU7gsiBoxXbUiFZLpCYG5kBFCrhLJ4bekqvrvLopU8KWiu3QwTcCkl

About Babu

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *