ভারতে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার ভোর পাঁচটার দিকে আসামের দেরগাঁওয়ে এ ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে পিকনিক করতে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাচ্ছিল বাসটি। এ জন্য বাস চলাচল শুরু হয় বিকেল ৩টায়। গন্তব্যে পৌঁছানোর আগেই দেরগাঁওয়ে বিপরীত দিক থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের সব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।