Saturday , December 28 2024
Breaking News
Home / Countrywide / পিওন পদের জন্য এমএ পাস, মেট্রোরেল-ফ্লাইওভার কি আমরা চিবিয়ে খাবো: বিএনপি নেতা

পিওন পদের জন্য এমএ পাস, মেট্রোরেল-ফ্লাইওভার কি আমরা চিবিয়ে খাবো: বিএনপি নেতা

গত বৃহস্পতিবার তৃতীয়বর্ষ পূর্তি উপলক্ষ্যে জনগনের উদ্দেশ্যে ভাষন দিয়েছেন আওয়ামীলীগ দলের সভানেত্রী এবং বর্তমান বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। এই সময় তিনি দেশের উন্নয়নের নানা কথা তুলে ধরেছেন। এবং আগামী ৪১ সালকে ঘিরে বেশ কিছু প্রকল্পের কথা জানিয়েছেন। তবে সরকারের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি দল। এবং বিএনপি দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে জানালেন বেশ কিছু কথা।

সরকারের তৃতীয়বর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লজ্জার সমস্ত আবরণ এই সরকার হারিয়ে ফেলেছে। রবিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় প্রয়াত জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, লাজ-লজ্জা যদি একেবারেই হারিয়ে যায় তাকে কিছু বলার থাকে না। যাদের সামান্য হারায় তাদেরকে কিছু বললে তারা আরও লজ্জিত হয়। আর যাদের মোটেও লাজ-লজ্জা থাকে না তাদের বিরুদ্ধে সমালোচনা করলে তাদের কিছু যায় আসে না। গত পরশুদিন প্রধানমন্ত্রী বলেছেন, ২০২২ সাল হবে উন্নয়নের মাইলফলক। আমি বলতে চাই এই উন্নয়নের ধারায় দেশ ও জনগণ আরও কত প্রতারিত হবে? আর কত নিঃস্ব হবে। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা এমন এক সমাজে বাস করি যখন ডানে বামে সবসময় তাকাতে হয় কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এক প্রচণ্ড ভয় এবং শঙ্কার মধ্যে আমাদের দিনরাত যখন অতিবাহিত হয় তখন এই তরুণরা ফ্যাসিবাদ, নাৎসীবাদ, পৃথিবীর সমস্ত আইনকে করায়ত্ব করে জনগণের ওপর যারা ভয়ঙ্কর অ/ত্যা/চা/র চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই অনলাইন এক্টিভিস্টরা যে অস্ত্র হানে এটা নিঃসন্দেহে গোটা জাতিকে প্রেরণা দেয় এবং আমরাও অনুপ্রাণিত হই।

বিএনপির এই মুখপাত্র বলেন, পত্রিকায় দেখলাম ৭/৮টা পিওনের পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে কয়েক হাজার আবেদন করা হয়েছে। তার মধ্যে অসংখ্য এমএ পাস আছে। এটাই হলো শেখ হাসিনার উন্নয়ন। মেট্রোরেল, ফ্লাইওভার কি আমরা চিবিয়ে খাবো? আপনি ২০২২ সাল বলেছেন উন্নয়নের মাইলফলক। আর গণতন্ত্রের কী হবে, কথা বলার স্বাধীনতার কী হবে? এই যে অনলাইন এক্টিভিস্ট যারা সত্য কথা বলতে গিয়ে, সত্য মন্তব্য করতে গিয়ে যাদেরকে নিরুদ্দেশ করেছন, যাদেরকে বন্দুকযুদ্ধের নামে হ/ত্যা করেছেন, যাদেরকে গু/ম করেছেন, তাদের কী হবে, গণতন্ত্রের কী হবে? সেই কথা বলার স্বাধীনতার কী হবে? প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, আপনি জানেন আজকে যে সন্তানটি জন্মলাভ করছে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে সে জন্মলাভ করছে। আর আপনি উন্নয়নের কথা বলেন। এটা যে ঋণের মাইলফলক হবে, বন্দুকযুদ্ধের মাইলফলক হবে, গু/মে/র মাইলফলক হবে এটা অনলাইন এক্টিভিস্টদের কতজন গু/মে/র শিকার হবে তা বলা মুশকিল। আগেই বলেছি যদি লজ্জা শরম না থাকে তাদের বলেও কোনো লাভ নেই।

বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই বিএনপি দলের। এমনকি প্রায় সময় সরকারের নানা অনিয়মের কর্মকান্ড গুলো জনগনের মাঝে তুলে ধরছে দলটি। তবে নানা অভিযোগ তুললেও সরকারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়নি বিএনপি দল। অবশ্যে বর্তমান সময়ে রাজনৈতিক মাঠে বেশ সরব হয়েছে দলটি। এবং চলমান সকল সংকট নিরসনের জন্য আপ্রান ভাবে চেষ্টা চালাচ্ছে দলটি।

About

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *