বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় ইউটিউবার দীপক নগরের। বন্ধুদের হাতেই মারধরের শিকার হয়ে মারা যান তিনি।
জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মদ্যপানের পার্টিতে উপস্থিত ছিলেন দীপক। পার্টিতে উপস্থিত সবাই মদ্যপ ছিলেন।
সেই অবস্থায় ঝগড়ার জেরে ইউটিউবারকে অনেক মারধর করা হয়। মাথায় আঘাতের পাশাপাশি লাঠি দিয়ে মারধরও করা হয়। আর মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। উঠেছে খুনের অভিযোগ।
ইতিমধ্যেই সাতজনের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। এই সাত ব্যক্তিই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
রবিবার ২৮ জানুয়ারি গ্রেটার নয়ডার ডাঙ্কৌর পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটে। ইউটিউবার এদিন মহম্মদপুরের গুর্জর গ্রামে বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে যোগ দিয়েছিলেন।
সেখানেই তার মৃত্যু হয়। গত পাঁচ বছর ধরে দীপক বিভিন্ন ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করতেন। তার এক লাখের বেশি ফলোয়ার ছিল।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মণীশ নামে এক ব্যক্তি ওই দিনের জন্য পার্টির আয়োজন করেছিলেন। তিনি তার একটি জমি ৬০,০০০ টাকায় বিক্রি করেছেন।
তারপরই বন্ধুদের এই পার্টি দেন। এদিন পার্টিতে উপস্থিত ছিলেন সাত অভিযুক্ত, মণীশ, প্রিন্স, ভিকি, যোগেন্দ্র, বিজয়, কপিল এবং মিঙ্কু। তারা সবাই যখন দীপকের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন, তখন আচমকাই বিবাদের সূত্রপাত হয়। মদ খাওয়া নিয়ে ঝগড়া লাগে মণীশ এবং দীপকের মধ্যে। সেখান থেকেই শুরু হয় হাতাহাতি। এরপর লাঠি দিয়ে দীপককে পেটাতে শুরু করেন মণীশ। এমনটাই দাবি মৃতের পরিবারের। সেই ঘটনার পর সোমবার দীপককে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু একাধিক আঘাত থাকার কারণে দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এরপর সেখানেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ তখন সেখানে উপস্থিত সাত অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে এবং একই সঙ্গে তদন্ত শুরু করে।