পানির অপর নাম জীবন আর সেই জীবন রক্ষাকারী পানির লাইনে যদি থাকে পোকামাকড় বা সাপ তাহলে আপনার শরীর কিছুটা হলেও গুলিয়ে উঠবে। পৌরসভা এলাকাগুলো্তে সাধারনত বাসিন্দারা পানির সরবরাহ পাইপের মাধ্যমে পানি পেয়ে থাকে। কিন্তু সেই পানি কতটুকু স্বাস্থ্য সম্মত সেটা নিয়ে প্রায় প্রশ্ন উঠে থাকে। এবার ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া শহর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙা নামক একটি এলাকায় পৌরসভার পানির পাইপ মেরামত করতে গিয়ে পাইপ খোলার পর সেখান থেকে বেরিয়ে এসেছে সাপসহ , পোকা-মাকড়।
গত কয়েক দিন ধরে পানি ছিলো না পৌরসভার সরবরাহ করা পানির কলে। সেখানকার বাসিন্দারা জানান, এ নিয়ে বার বার অভিযোগ করেও কোনও উপায় হয়নি।
তাই শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা নিজেরাই পাইপ লাইন খুলে মেরামত করার চেষ্টা করেন।
পাইপ লাইন খুলে দেওয়ার পরপরই কয়েকটি সাপ, মাছ, ব্যাঙ ও পোকামাকড় বেরিয়ে আসতে থাকে। সেটা দেখে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকার কবরডাঙার বাসবাসকারী মানুষেরা। স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেছে। এ ঘটনা ঘটার পর হতে ঐ এলাকার বাসিন্দারা ক্ষুব্ধতা প্রকাশ করেছেন।
খবর আনন্দবাজার অনলাইনের।