Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / ‘পাগলের মার্কা হচ্ছে নৌকা’ বলে বিপাকে সেই আ. লীগ নেতা

‘পাগলের মার্কা হচ্ছে নৌকা’ বলে বিপাকে সেই আ. লীগ নেতা

“পাগলের মার্কা নৌকা” আওয়ামীলীগের মার্কা ঈগল” স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার পথসভায় আওয়ামীলীগ নেতার এমন বক্তব্য দিয়ে বিতর্কের মুখে পড়েছেন কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে স্বতন্ত্র প্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবু তালুকদারের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ নেতা আনছার উদ্দিন মোল্লা এসব কথা বলেন। মহিপুর ইউনিয়নের সমবায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় নৌকার সমর্থকদের হাত কেটে ফেলার হুমকি দেন তিনি।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেন, ‘নৌকা বঙ্গবন্ধুর মার্ক, নৌকা শেখ হাসিনার মার্ক, ‘পাগলের মার্ক নৌকা নয়।’ কিন্তু যে নৌকাকে পাগলের মার্ক বলে সে পাগল এবং তার ঈগল মার্কার প্রার্থীও পাগল।এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘নৌকা নিয়ে নির্বাচন করে আনসার মোল্লা নিজেই চেয়ারম্যান হয়েছেন। নৌকা যদি পাগলের মার্কা হয় তাহলে তিনি নৌকা বেছে নিলেন কেন? তার বক্তব্য দলের গঠনতন্ত্র পরিপন্থী। আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’

গত এপ্রিল মাসে ২০১৮ সালের নির্বাচনকে রাতের ভোট বলে বিতর্কের মুখে পড়েছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবু তালুকদার।

About Rasel Khalifa

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *