সর্বশেষ রাষ্ট্রীয় সফর শেষে দেশে প্রবেশের সময় বিমানের ভিতর অসুস্থ হয়ে পড়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল ( AK Abdul ) মোমেন। বিষয়টি নিয়ে তার সফর সঙ্গীরা পড়ে গিয়েছিলেন বিপাকে। চিকিৎসা শেষে শ”ঙ্কামুক্ত হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে ঠিকই। তিনি এখনো পর্যন্ত সফরের জন্য শারীরিকভাবে প্রস্তুত নন। সেজন্য ওআইসি ( OIC ) সম্মেলনে যোগ দিতে পারছেন না, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল ( AK Abdul ) মোমেন।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মন্ত্রীর পরিবর্তে পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন ( Masood bin ) মোমেন। আগামী ২২ ও ২৩ মার্চ ( March ) পাকিস্তানের ( Pakistan ) রাজধানী ইসলামাবাদে ( Islamabad ) ওআইসি ( OIC ) পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের ( Pakistan ) পররাষ্ট্রমন্ত্রী শাহ মখদুম কোরেশি ( Shah Makhdum Qureshi ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে ( AK Abdul Momen ) বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ( Dr. Momen ) সাংবাদিকদের বলেন, আমরা সবসময় ওআইসি ( OIC ) বৈঠকে যোগদান করি। আগেই বলেছি, চলুন। কিন্তু সম্প্রতি একটু অসুস্থ হয়ে পড়লে ডাক্তার বললেন, বিশ্রাম নিন। আমরা এই বিষয়ে চিন্তা করছি।পররাষ্ট্রমন্ত্রী ওআইসি ( OIC ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ না দিলেও পররাষ্ট্র সচিব মাসুদ বিন ( Masood bin ) মোমেনের নেতৃত্বে বাংলাদেশের ( Bangladesh ) একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে পররাষ্ট্র সচিবসহ বাংলাদেশের ( Bangladesh ) একটি প্রতিনিধি দল খুব শীঘ্রই পাকিস্তানের ( Pakistan ) যাচ্ছে ওআইসি ( OIC ) সম্মেলন উপলক্ষে। রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র সচিব মাসুদ বিন ( Masood bin ) মোমেন। রাষ্ট্রীয় সফর শেষে প্রতিনিধি দল অতি দ্রুততার সাথে দেশে প্রবেশ করবেন বলে, তথ্য সূত্র জানা গিয়েছে।