বাংলাদেশে ক্রিকেট টিমের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলো আজ। পাকিস্তানের সাথে সেমী ফাইনালে ওঠার লড়াইয়ে বাজে ভাবে হেরেছে টীম বাংলাদেশ।আর এই কারনে ইতিহাস গড়তে না পারার আক্ষেপ যখন বাংলাদেশকে তারা করছে ঠিক সেই সময়েই এবার পুরো টীম বাংলাদেশ পেলো বড় এক দুঃসংবাদ।
ভারতে অনুষ্ঠেয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ দলকে খেলতে হবে ‘বাচাই পর্ব’।
চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে ‘গ্রুপ-২’-এর পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ। যেখানে সাকিবদের টপকে চার নম্বরে বসে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস।
এর ফলে সহযোগী সদস্য ইউরোপীয় দেশটি ‘কোয়ালিফাইং স্টেজ’ ছাড়াই পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেজন্য ২০২১ সালের মতো বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশকে।
দুই জয়ে সমান ৬ পয়েন্ট পেয়েও নেট রান রেটের দিক থেকে বাংলাদেশ (-০.৮৪৯) থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ (-১.১৭৬)। তবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৭২ রেটিং নিয়ে ১৭ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশ ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯তম স্থানে রয়েছে।
প্রসঙ্গত, এবারই প্রথমবারের মত বাংলাদেশ বিশ্বকাপে খেলেছিল মূল পর্বে। ধারাবাহিক পারফর্মেন্সের কারনে হয়েছিল এমনটা। তবে সামনে আর নেই সেই সুযোগ। আগের মত আবারো বাছাই পর্ব খেলে মূল পর্বে পেতে হবে তাদের জায়গা।