সরকারবিরোধী আন্দোলনে বিএনপি একা নয়, সাহস ও সমর্থন দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এমন মন্তব্য করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি।
সেমিনারে ফখরুল বলেন, ক্ষমতাসীন দল যুক্তরাষ্ট্র ও ইইউ কারও তোয়াক্কা করছে না। সরকারের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা গণতন্ত্র রক্ষায় অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে রাজপথে নেমেছি… আমরা লড়াই চালিয়ে যাব… এই লড়াইয়ে আমরা বিজয়ী হব।
তিনি আরও বলেন, আমরাও নির্বাচন চাই, তবে তিনটি নয়… ২০১৪, ২০১৮ সালের মতো নির্বাচন হতে দেওয়া হবে না।
রাজপথে ফয়সালের হুঁশিয়ারি দিয়ে আবারো ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ডাক দিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকর যেকোনো ভাবে ক্ষমতায় থাকতে চায়, সেটা আর হতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগন মুখ খুললেই তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তারা আজ দেশটাকে রসাতলে নিয়ে গেছে, সেটা সাধারন মানুষের কথা শুনলেই বোঝা যায়।