Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / পল্টনে পুলিশের সাথে মিলে বিএনপিকে হামলা করা সেই আর্জেন্টিনার জার্সি পরা যুবকের পরিচয় প্রকাশ্যে

পল্টনে পুলিশের সাথে মিলে বিএনপিকে হামলা করা সেই আর্জেন্টিনার জার্সি পরা যুবকের পরিচয় প্রকাশ্যে

গতকাল রাজধানী ঢাকার নয়া পল্টন তৈরী হয়ে ছিল রণক্ষেত্রে।পুলিশ এবং বিএনপির সমর্থকের মধ্যে হয়েছে বেশ সং**র্ষ। তবে এই সংঘর্ষে দেখা গেছে বেশ ব্যতিক্রমী একটি ঘটনা। পুলিশ এর সাথে সাথে বিএনপির উপর হা**ম** চালিয়েছিল সাধারণ কিছু যুবক। যার মধ্যে একজন হয়েছিল বেশ ভাইরাল। এবার তার পরিচয় ফাঁস করে দিয়েছেন বাংলাদেশের সাবেক সেনাকর্মকর্তা মুস্তাফিজুর রহমান। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

গতকাল নয়াপল্টনে কর্তব্যরত একজন পুলিশ সদস্য বলেছেন আমরা প্রথমে বিএনপির ওপর হামলা করিনি কিন্তু কিছু অপরিচিত লোকজন আমাদের মাঝ থেকে হঠাৎ করে বিএনপি কর্মীদের উপর হামলা করে।

এখন বোঝা যাচ্ছে কারা সেই অপরিচিত লোকজন!

এই আল আমিনের পরিবারকে সবাই চিনে রাখুন।

প্রসঙ্গত, এ দিকে ছাত্রলীগের ওই যুবকের পরিচয় পাওয়া গেলেও এখনো তার বিরুদ্ধে নেয়া হয়নি কোনো ধরণের ব্যবস্থা। এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বেশ আলোচনা সমালোচনা।

About Rasel Khalifa

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *