ঢাকায় সিনেমার আলোচিত দম্পতি শরিফুল রাজ এবং পরিমনী, গতকাল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মা হয়েছেন অভিনেত্রী পরীমনি। বাবা হয়েছেন শরিফুল রাজ। বিষয়টি শোবিজে যেমন আলোচিত, তেমনি শোবিজের বাইরেও এর চর্চা কম নয়। বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও তার সোশ্যাল হ্যান্ডেলে পরীমনিকে নিয়ে কথা বলেছেন।
অধুনা অভিনয়শিল্পীরা তাদের সদ্য জন্ম নেওয়া শিশুদের চেহারা লুকাচ্ছেন, বিষয়টি নিয়ে তিনি বিরক্ত। তসলিমা নাসরিন নিজের বিরক্তি প্রকাশ করে বলেছেন, সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না, তখন, হয়তো সেটা কয়েক বছর পর, দেখাবে।
পরীমনি নিজের সন্তানের ছবি প্রকাশ করায় ভালো লেগেছে জানিয়ে লেখিকা বলেন, পরীমনি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগল। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।
নিজে একটি নাম নির্বাচন করেছেন উল্লেখ করে তসলিমা বলেন, তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তাঁর নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে ‘রাজ্য’ নয়, ডাকনাম রাখতাম ‘পরমানন্দ’। ভালো নাম ‘শাহীম মুহাম্মদ’ নয়, রাখতাম ‘পরমানন্দ প্রাণ’।
উল্লেখ্য, পরীমনীর ভক্ত অনুরাগীরা অপেক্ষায় ছিলেন প্রীয় তারকার মা হওয়ার খবরের অপেক্ষায়, অবশেষে এল সুখবর গতকাল রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে পুত্র সন্তান এর জন্ম দিয়েছেন এই অভিনেত্রী