Friday , January 10 2025
Breaking News
Home / Entertainment / পরীমণিকে নিয়ে নায়কের কান্ডে কপাল পুড়”লো মাহির

পরীমণিকে নিয়ে নায়কের কান্ডে কপাল পুড়”লো মাহির

বিরতির পর গত ১০ অক্টোবর ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ে অংশ নেন মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। প্রথম দিনেই বেশ খোশ মেজাজে সিনেমাটির শুটিং করেন তিনি। তারপর শুরু হয় ঝামেলা। শোনা যাচ্ছে পরীমনির নাম সামনে আসার পরই তিনি ছবিটির কাজ ছেড়েছেন।

আর সিনেমাটির শুটিং করবেন না বলে জানিয়েছেন মাহি। এমনকি পরিচালক নিজেও এমন সিদ্ধান্তের কারণ জানতেন না। তাই তিনিও কারণ খুঁজতে লাগলেন। আর তা পেয়েও যান।

জানা গেছে, ছবিটির নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি পরীমনির ভক্ত। তাই সিনেমায় নায়িকা হিসেবে পরীমনিকে চেয়েছিলেন তিনি। পরীমনি না করায় এ ছবিতে নায়িকা হিসেবে মাহিকে কাস্ট করা হয়।

তবে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেছেন ভিন্ন কথা। তিনি জানান, সিনেমার শুরু থেকেই মাহিকে নিয়ে ভেবেছিলেন তিনি। আর কোনো অভিনেত্রীর সঙ্গে আলোচনা করেননি তিনি।

পরিচালকের ভাষ্য, ‘শুরু থেকেই মাহিয়া মাহিকে ছবিতে নায়িকা হিসেবে ভেবেছিলাম।পরে তার সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে আমি যোগাযোগ করিনি। কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য এক নায়িকার নাম বলেন। সেই নায়িকা সিনেমাটি না করায় মাহিকে নেয়া হয়েছে। মাহি মনে করেছেন, তার কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।’

পরিচালকের মন্তব্যের পর মাহির সঙ্গে আরও আরও খোলাসা জন্য যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া পাননি। তবে মাহির সঙ্গে দেখা করে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন পরিচালক। তার আশা মাহির মান ভেঙে যাবে।

ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাডার্ক ওয়ার্ল্ড। মুভিতে একটি গ্যাং সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে দিয়ে প্রতারণা করে, এমন বিষয় দেখা যাবে। তাদের নির্মূল করার অভিযান নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মাহিকে। তিনি ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর ও নবাগত মুন্না খান।

 

About bisso Jit

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *