বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন প্রায় প্রত্যেক শিক্ষার্থীদের থাকে, আর সেই কারনে তারা অক্লান্ত পরিশ্রম করেও থাকেন। এরপর অনেকে পারেন না ভর্তি হতে। কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের পর যদি শোনা যায় পরীক্ষায় অনুপস্থিত তাহলে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর দূ:খের সীমা থাকে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ হওয়ার পর অসঙ্গতির বিষয় দেখা দিয়েছে। গতকাল (সোমবার) অর্থাৎ ১২ অক্টোবর দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। তবে, সমস্যার খুজে পাওয়ার পর আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকালের দিকে ওয়েবসাইট থেকে ফলাফল সরানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর তিনটি গ্রুপে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার ৫১৭ জন ভর্তিচ্ছু অংশ নেন। পরে সোমবার রাতে সোয়া একটার ফল প্রকাশ হয়। তবে ওয়েবসাইটে প্রকাশিত ফল ছিল ভুলে ভরা। অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরও তাদের অনুপস্থিত দেখানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, গ্রুপ-২ এর এক হাজার ৬২৭ শিক্ষার্থীকে একসঙ্গে অনুপস্থিত দেখানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবাণিজ্য থেকে গ্রুপ-২-এ যারা পরীক্ষা দিয়েছে, সেখানে একটা সমস্যা হয়েছে। সেখানে অনেককে পাস, ফেল এবং অনুপস্থিত দেখানো হয়েছে। মূলত ফলাফল সাজাতে গিয়ে ভুল হয়েছে। সেটি ঠিক করা হচ্ছে।
অধ্যাপক জিন্নাত আরা যিনি বি ইউনিটের চিফ-কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি বলেন, ফলাফল প্রকাশের পর আমরা কিছু টেকনিক্যাল সমস্যা খুজে পেয়েছিলাম, তার কারনে আমরা ফলাফল সরিয়ে ফেলেছি ওয়েব সাইট থেকে। এটি সমাধানের মাধ্যমে আমরা খুব শীঘ্রই আবার ফলাফল প্রকাশ করতে পারবো। আশা করছি, খুব দ্রুতই সংশোধিত ফলাফল প্রকাশ সম্ভব হবে।