বেশকিছু দিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন সাংসদ হাজী মো. সেলিমের বড়ভাই হাজী কায়েস। আর এরই মধ্যে গতকাল শুক্রবার (১ জুলাই) সকালে নিজ বাসায় মৃত্যুবরণ করেন হাজী কায়েস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৭২ বছর। এদিকে ভাইকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তির আবেদন হাজী সেলি। আর এ বিষয়টি পর্যালোচনা করে দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমকে ভাইয়ের জানাজা ও দাফনের জন্য প্যারোলে মুক্তি দেয় আদালত।
হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাজী কায়েস বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। শুক্রবার জুমার নামাজের পর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন করা হবে। বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে হাজী সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান।
এদিকে হাজী কায়েসের মৃত্যুতে পরিবার-পরিজনদের মাঝে নেমে এসেছে শোকের কালো ছায়া। হঠাৎ করেই তার চলে যাওয়ার খবরে ভেঙে পড়েছেন হাজী সেলিমও। হাজী কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের বিভিন্ন নেতাকর্মী।