সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে একের এক চাঞ্চলকর তথ্য প্রকাশ হচ্ছে সরকারি দলের এমপি-মন্ত্রীদের। একটানা ক্ষমতায় থেকে সম্পদের পাহাড় গড়েছেন তারা।প্রকৃত সম্পদের হিসাব না মিললেও যা প্রকাশ পাচ্ছে তা দেখে অনেকেই হতভাগ হচ্ছেন। এভাবে ক্ষমতায় থাকলে যে সম্পদের পাড়ার গড়া যায় তা বলার অপেক্ষা রাখে না।অথচ তারাই দেশের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন তা বুঝতে দেশের জনগণের বাকি নেই। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
নির্বাচনের হলফনামা অনুসারে ১৫ বছরে মির্জা আজমের সম্পদ বেড়েছে ১২২ গুণ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্পদ ২ কোটি থেকে বেড়ে হয়েছে ৮৯ কোটি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রায় শূন্য থেকে হয়েছেন কোটিপতি
ক্ষমতায় থাকা কি আনন্দময় বিষয় না?
প্রসঙ্গত, ক্ষমতায় থাকলে কি করা যায় তা সরকারি দলের নেতাকর্মীদের দেখলে অনুভব করা যায়। যার কারণে তারা ক্ষমতা ছাড়তে চান আবারও যে কোনো উপায়ে থাকতে চাওয়াটা যেন এখন স্বাভাবিক হয়ে গেছে।