বিবাহ-বর্হিভূত বা পরকীয়ার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে! যদিও সমাজের মানুষ এই সম্পর্ককে স্বাভাবিক ভাবে দেখে না। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে দুই বাংলায় ‘পরকীয়া’ বিষয়টি জোরেশোরে আলোচিত হচ্ছে।
‘সম্পর্কের বিষয়টি’ নিয়ে ভারতীয় একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বক্তব্যের শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাস করি। একটি সুস্থ বিবাহ মানুষকে সমৃদ্ধ করে। যদি কোনো সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সম্মান না থাকে, বিশেষ করে পারস্পরিক শ্রদ্ধা, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত।’
ইদানীং বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রায়ই আলোচিত হয়। এটা কেন বা কীভাবে প্রতিরোধ করা যায়? এ প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে অপরাজিতা আঢ্য বলেন, ‘পরকীয়া কেন আটকাতে হবে?’
বিষয়টি ব্যাখ্যা করে অপরাজিতা আঢ্য বলেন, ‘পরকীয়া তো সুস্থতার লক্ষণ। এটা চিরাচরিত, সারা জীবন ছিল; রামায়ণ-মহাভারতের সময়েও ছিল। এটা তো জীবনের স্বাভাবিক ধর্ম। যে কারো কাউকে ভালো লাগতে পারে। আমি কারো সঙ্গে ঘর করি বলে জীবনে অন্য কাউকে ভালোবাসব না, কোনো ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না।’
‘যার যত অপশন, তার জীবনে তত মানুষ আসতেই পারে। কীভাবে ভারসাম্য বজায় রাখা যায় তা ব্যক্তির উপর নির্ভর করে। তবে এতে কোনো অন্যায় নেই।’ বললেন অপরাজিতা আধ্যা।