প্রেমে মানুষ অন্ধ তবে পরকীয়া প্রেম বাংলাদেশের ( Bangladesh ) মানুষ অনেক নিচু ও অসামাজিক কর্মকান্ড বলে মনে করেন। যে সকল পরিবারে পরকীয়ার মত অসামাজিক কর্মকাণ্ড হয় তাদের পরিবারে নেমে আসে আঁধার। ধীরে ধীরে সংসারে কলহের সৃষ্টি হয়। কোন কোন সময় বিবাহ বিচ্ছেদ বা তার থেকে খারাপ কাজ করে বশে মানুষ। এমনি একটি পরকীয়া প্রেমের ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ ভাইরাল হয়।
নাসিমা আক্তার (৩৮) তার শ্বশুরবাড়ির কাছ থেকে ৪ লাখ টাকা ঋণ নেন। অল্প অল্প করে বেতন দেওয়ার কথা ছিল। এরই মধ্যে ওই এনজিও কর্মীর প্রেমে পড়ে মেয়েটি। শেষ পর্যন্ত প্রেমিকের হাত ধরে স্বামীর সংসার ছেড়েছেন তিনি। মা চিন্তিত যে তার মেয়ে পালিয়ে গেছে। রাগ ও চাপ সামলাতে না পেরে জী/বন দে/ন নাছিমা।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ( Chittagong ) ফটিকছড়িতে। রোববার উপজেলার সুন্দরপুর ( Sundarpur ) ইউনিয়নের আজিমপুরে ( Azimpur ) হায়দার আলীর ( Haider Ali ) বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা একই বাড়ির প্রবাসী ইব্রাহিমের স্ত্রী।
প্রতিবেশীরা জানান, কয়েকদিন আগে এক এনজিও কর্মীর প্রেমে পড়ে নাসিমার ( Nasima ) মেয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। নাসিমার ( Nasima ) কাছে তার শশুর বাড়ির লোকেরা চার লাখ টাকা পায়। মেয়েটি তার শ্বশুরবাড়ির চাপের কারণেই পালিয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ( Ziaur Rahman ) জানান, খবর পেয়ে ম/রদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়/নাত/দন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ( Chittagong Medical College ) (সিএমসি ( CMC )) হাসপাতাল ম/র্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বিয়ের পর স্বামী হলো স্ত্রীর জীবনের সবকিছু। তবে বর্তমান সময়ের অনেক মেয়ে / স্ত্রীরা এমনটা মনে করেন না। বিভিন্ন লোভে পড়ে পরকীয়ার মত খারাপ কাজে লিপ্ত হয় এসকল স্ত্রীরা। তাদের এমন কর্মকাণ্ডে তার পরিবার ও স্বামীর পরিবারের কি হবে এমন কথা চিন্তা না করেই পরকীয়া প্রেমিকের হাত ধরে বেরিয়ে পড়েন।