ওমরাহ পালন করতে পবিত্র নগরী মক্কায় গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সেখানে গিয়ে একটি ভিডিও বার্তা দেন তিনি।
ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আল্লাহর ঘরে দাঁড়িয়ে সবাইকে সালাম জানাই। সবার জন্য মন খুলে দোয়া করছি।
বৃহস্পতিবার পবিত্র মক্কা থেকে এক ভিডিও বার্তায় তাকে এসব কথা বলতে শোনা গেছে।
এর আগে রোববার পরিবার নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে যান আওয়ামী লীগের এই নেতা।
এক ভিডিও বার্তায় শামীম ওসমান বলেন, আমি দেশবাসী ও সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। আমার জন্যও দোয়া করবেন। এখন ওমরাহ থেকে ফিরে মাদক ব্যবসা বন্ধের উদ্যোগ নেব। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শামীম ওসমান বলেন, এই কাবা শরীফ ছুঁয়ে নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উচ্ছেদ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আল্লাহ আমাকে কবুল করেছেন,শেখ হাসিনার অসিলায় আমি তা করেছি।