পদ্মা সেতু চালু হওয়ার পরও শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুট খোলা থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার মাদারীপুর ঘাট থেকে ঢাকায় যাওয়ার পথে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। সারা দেশে ফেরির চাহিদা রয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আরো ১২টি নতুন ফেরি কেনা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া ঘাটে মানুষের চাহিদা বাড়বে। নদী কেন্দ্রিক একটি পর্যাটন কেন্দ্র গড়ে তোলা হবে এই শিমুলিয়া ঘাটে এমনটাই জানিয়েছেন গনমাধ্যমকর্মীদের।
পদ্মা সেতু চালু হওয়ার পরও শিমুলিয়া নৌপথ সচল থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নৌপথ বন্ধ হলে জাহাজ শ্রমিকরা বেকার হয়ে পড়বে। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হলে এদেশে কেউ বেকার থাকবে না। সবার কর্মসংস্থান হবে। শনিবার সকাল ৯টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি যারা জনসভায় আসবেন তাদের ব্যবস্থাপনার বিষয়গুলো দেখেন। তারা লঞ্চ প্যাড ও জনসভাস্থল পরিদর্শন করেন। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এর আগে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মতো উৎসবের আয়োজন আর হয়নি। ১৬ কোটি মানুষের দেশ সেদিন থাকবে পদ্মা সেতুর জনসভার দিকে।
উল্লেখ্য, শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকো জোন তৈরি করা হবে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নদী বহমান আর তাই পদ্মানদীর এই বহমানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। নদীকে ঘিরে স্থানীয় জীবিকা নির্বাহকারীদের জীবনযাত্রার মানও গতিশীল থাকবে এবং চলবে। কেউ বেকার থাকবে না। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কেউ বেকার থাকবে না। বরং কর্মসংস্থান হবে।