বহু ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়ের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ পেল। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হলো পদ্মা সেতু। এই সেতু নির্মাণে অবকাঠামোগত ব্যয়সহ অন্যান্য খাতে এ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। পদ্মা সেতুতে যে পরিমান অর্থ খরচ হয়েছে সেটা উঠতে কত বছর সময় লাগবে সেটা অনেকের নিকট একটা প্রশ্ন। এই খরচ উঠতে কত সময় লাগবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায় করে ২০৫৭ সালের মধ্যে সেতু নির্মাণের ব্যয় উঠে আসবে।
সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
সংসদে সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলীর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পদ্মায় চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৩৫ বছরের মধ্যে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে। সেই হিসেবে ২০৫৬ সালের মধ্যে টোল আদায়ের মাধ্যমে পদ্মা সেতুর জন্য ব্যয় করা অর্থ উঠে আসবে।
ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেতু বিভাগের অধীনে পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। পরে নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পদ্মা সেতু নির্মাণের আগে পাটুরিয়া-দৌলতদিয়া সড়কটিও বিবেচনাধীন ছিল। তবে বিশেষজ্ঞরা মাওয়ায় সেতু নির্মাণের পক্ষে মত দিয়েছিলেন। সে অনুসারে ২০১৪ সালে কাজ শুরুর পর তা সাত বছরে শেষ হয়।
এদিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচলের প্রথম দিনে ৫১ হাজার ৩১৭টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই হিসাব করা হয়। এটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বেসেক) হিসাব।
গতকাল রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টা সময়ের মধ্যে কত টাকা টোল থেকে আয় হলো সেটা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে প্রথম দিনে কত টাকা আয় হলো সেটা বিবেচনায় আর আসবে না। তবে যানবাহন চলাচলের সংখ্যা অনুযায়ী সম্ভাব্য সময়ের কথা বলেছেন ওবায়দুল কাদের।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩৫ বছরে পদ্মা সেতুর ব্যয় উঠে আসবে বলে ধারণা করছে সেতু কর্তৃপক্ষ।