Tuesday , December 24 2024
Breaking News
Home / Countrywide / পদ্মা সেতুতে হেঁটে পারাপার নিয়ে সুসংবাদ দিলেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে হেঁটে পারাপার নিয়ে সুসংবাদ দিলেন ওবায়দুল কাদের

অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। দক্ষিণ বাংলার মানুষের কাঙ্খিত এই সেতু বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণবঙ্গের মানুষের পদ্মা নদী পারাপারের কষ্ট দূর হলো। পদ্মা সেতু দিয়ে চলাচল করতে পারবে শুধুমাত্র দ্রুতগতির যান। তবে উদ্বোধনের দিন মানুষ পদ্মা সেতু নিয়ে হেঁটে চলাচল করতে পারবে কিনা জানালেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন মানুষকে পায়ে হেঁটে পারাপার করার সুযোগ দেওয়া হতে পারে।

বুধবার (৭ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সেতু উদ্বোধনের দ্বিতীয় দিনে জনসাধারণের জন্য যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। উদ্বোধনী দিনে কিছু যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

এর আগে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। এক ক্ষুদে বার্তায় (এসএমএস) তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর বার্তা পাঠ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আগামী ২৫ জুন সকাল ১০টায় বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন বেলা ১১টায় কাঁঠালবাড়ী প্রান্তে জনসভা করবে বাংলাদেশ আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী থাকবে নানা অনুষ্ঠান।

পদ্মা সেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের সমাবেশে দশ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা করছে ক্ষমতাসীন দল।

উল্লেখ্য, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে পদ্মার পাড়ের মানুষের ভেতর আনন্দের বন্যা বইছে। পদ্মা সেতু বাস্তবায়নের পর দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কল কারখানা স্থাপনসহ নানা ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠবে সেতুর সাথে যুক্ত মহাসড়ক সংলগ্ন এলাকায়। যাতে জীবনমান উন্নয়ন হবে মানুষের।

About bisso Jit

Check Also

ভারতের গণমাধ্যমে প্রতিবেদন ফাঁস, বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *