সারাবাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু ( Padma Bridge )। এই সেতুকে নিয়ে মানুষের অনেক জল্পনা কল্পনা। এই সেতু নির্মাণ কার্যক্রম শুরু হওয়ার আগে থেকে এখনো পর্যন্ত নানা ধরনের বিতর্কিত মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। সম্প্রতি এমনি এক বিতর্কিত কথা বার্তা যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এক যুবকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, ১ মিনিটের ভিডিও করে করে পদ্মা সেতু ( Padma Bridge ) নিয়ে অপপ্রচার চালাছে ওই যুবক। তাই সেনাবাহিনী ( Army ) তাকে গ্রেফতার করে পুলিশের কাছে সপর্ধ করেছে। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন ঢালী ( Helal Uddin Dhali ) (২৩) শরীয়তপুরের জাজিরা ( Jazira ) উপজেলার বাইকনগর ( Bikanagar ) পূর্ব কাজীকান্দি ( Kazikandi ) গ্রামের সিরাজ ঢালীর ( Siraj Dhali ) ছেলে। তিনি পদ্মা সেতু ( Padma Bridge )র নদী ব্যবস্থাপনা প্রকল্পের স্থানীয় কর্মী। হেলালের ( Helal ) বিরুদ্ধে জাজিরা ( Jazira ) থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, হেলাল পদ্মা সেতুর নদী ব্যবস্থাপনা প্রকল্পের ঠিকাদার সিনোহাইড্রোতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সোমবার বিকেলে পশ্চিম নাওডোবা এলাকায় সেতু পাহারা দিচ্ছেন শেখ রাসেল সেনানিবাসের সেনা সদস্যরা। তারা সেতুর ৪২তম পিলারের কাছে হেলাল উদ্দিনকে ভিডিও করতে দেখেন। এরপর তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে দুটি মোবাইল ফোন। পদ্মা সেতু নিয়ে নানা ধরনের নেতিবাচক প্রচারণার টি’’ক-ট’’ক ভিডিও মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে। পরে হেলালকে জাজিরায় নিয়ে যায় সেনাবাহিনী। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার হেলাল উদ্দিনকে জাজিরা থানায় হস্তান্তর করেছে সেনা সদস্যরা। জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সন্ধ্যায় তাকে গ্রেফতার করে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলালকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে এসআই জসিম উদ্দিন এক সংবাদ মাধ্যমকে বলেন, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে সেতুর বিভিন্ন বিষয়ে অপপ্রচারের ভিডিও তৈরি করে আসছিলেন। সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল এসব অভিযোগ স্বীকার করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগে বাংলাদেশর নিজস্ব অর্থায়নে করা সারা বাংলার স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকারকে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখ মুখি হতে হয়েছে। নিজস্ব অর্থায়নে বাংলাদেশে এমন একটি সেতু সফল ভাবে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় গর্ভের বিষয় মনে করছেন অনেকেই। জানা গেছে আগামী জুন মাসের শেষের দিকে এই সেতু উদ্বোধন করবে সরকার।