দেশের মানুষ বলতে গেলে সবাই জানেন যে পদ্মা মেঘনা নামে দুটি বিভাগ করা হবে। আর এই বিষয়টি নিয়ে সবাই অনেক উৎফল্ল। পদ্মা ও মেঘনা বাংলাদেশের সবথেকে বড় দুটি নদীর নাম। এই নদী দুটি বাংলাদেশের ঐতিহ্যও বটে। কিন্তু সম্প্রতি জানা গেল ভিন্ন খবর। মানুষ যেইটা এতোদিন শুনেছিল যে পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ হবে সেইটা নাকি ভুয়া খবর বলে জানা যায়।
মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী রোববার বলেন, নিকার বৈঠকের অপেক্ষায় দেশে নতুন দুটি বিভাগ গঠনের প্রক্রিয়া আটকে আছে। শেষ বৈঠকটি 2 জুন নির্ধারিত ছিল। বৈঠকের আলোচ্যসূচি ছিল ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে দুটি বিভাগ গঠন করা। পরে সভা মুলতবি করা হয়।
প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকের অপেক্ষায় আটকে রয়েছে দেশে নতুন দুটি বিভাগ গঠনের প্রক্রিয়া। পদ্মা ও মেঘনা নামে দুটি নতুন বিভাগ গঠনের তথ্য সঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর নিছক গুজব।
মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী রোববার বলেন, “এখন পর্যন্ত নতুন কোনো বিভাগ গঠন করা হয়নি। নতুন বিভাগ হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে।’
নিকার সভায় বিভাগ অনুমোদনের পর এ বিষয়ে গেজেট জারি হলেই দুটি বিভাগ গঠনের বিষয়টি চূড়ান্ত করা হবে।
নিকারের শেষ বৈঠকের কথা ছিল ২ জুন। বৈঠকের তফসিলে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে দুটি বিভাগ গঠনের প্রস্তাব করা হয়। পরে সভা মুলতবি করা হয়।
সরকারের ঘোষণা অনুযায়ী, পদ্মা নদী বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা, বৃহত্তর কুমিল্লার তিনটি জেলা এবং বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলা নিয়ে মোট ছয়টি জেলায় বিভক্ত হবে। আরও দুটি নতুন বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা হবে ১০টি।
এতে আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রয়েছেন ১১ জন মন্ত্রী-ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১ জন সচিব ও সচিব।
উল্লেখ্য, দেশে ভালো কিছু হলে উপকৃত হবে দেশের সাধারণ মানুষই। ভালো যেকোনো জিনিসই করা হোক না কেনো সেইটা কখনো বিফলে যায় না। দেশের সরকার যাই করুক না কেনো জনগনের মঙ্গলের জন্যই করে থাকেন। তবে দেশের মানুষের বিশ্বাস পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগের নাম একদিন না একদিন হবে।