নিষেধাজ্ঞা থাকা সত্বেও গত কয়েকদিন আগে স্বপ্নের পদ্মাসেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেপ্তার হন মো, বায়জিদ নামে এক যুবক। ইতিমধ্যে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমাণ্ডে নিয়েছে পুলিশ। অনেকেই মনে করছেন, পদ্মাসেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়, এখানে কোনো যন্ত্রের ব্যবহার হয়েয়ছে।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনে হতাশ হয়ে পদ্মা সেতুর নাট-বোল্ট খুলে দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি।
বুধবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের গণমাধ্যমে প্রকাশিত বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের নিন্দা জানান।
‘বিরোধী দল দমনে আরও হিংসাত্মক রূপে সরকার’- বিএনপি মহাসচিবের দেওয়া এই বিবৃতির প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেবের এই বিবৃতি বিএনপির দৈনন্দিন মিথ্যাচারের অপরাজনীতির অংশ ছাড়া আর কিছু নয়।’
তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আজ বাংলাদেশে নতুন প্রেরণা সৃষ্টি করেছে। বাঙালি জাতির গণঅভ্যুত্থানে হতাশ হয়ে দিশেহারা বিএনপি আজ তাদের হতাশা ও ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে কাল্পনিক নির্যাতনের অভিযোগ করছে। অন্যদিকে পদ্মা সেতুর নাট-বোল্ট খুলে দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
পদ্মাসেতুর জন্য অনেক কটু কথাও শুনতে হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারকেও। তবে এরপরও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছেন তিনি। আর অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর গত ২৫ জুন লাখ লাখ মানুষের উপস্থিতি স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।