শত বাধা-প্রতিবন্ধকতার পেরিয়ে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়েছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। চলতি জুন মাসের আগামী ২৫ তারিখ পদ্মাসেতু উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে পদ্মা সেতু উদ্বোধনের দিন ঢাকা-মাওয়া মহাসড়কের তিনটি সেতুতে টোল দিতে হবে না। একই দিনে তিন সেতুর ওপর টোল আদায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তিনটি সেতু হলো বুড়িগঙ্গা , ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ। এই তিনটি সেতু সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) অন্তর্গত।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গত ৯ জুন প্রস্তুতি সভা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৈঠকে তিনটি সেতুতে টোল আদায় বন্ধেরও সিদ্ধান্ত হয়।
বাকি আর মাত্র ৪ দিন। এরপরই বেশ জলাকালো আয়োজনের মধ্যদিয়ে পদ্মাসেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তবে উদ্বোধনের দিনই পদ্মাসেতু জনসাধারনের জন্য খুলছে না। উদ্বোধনের ১দিন পর সকালে জনসাধারনের জন্য পদ্মাসেতু খোলা হবে বলে জানা গেছে।