নৌকায় ভোট না দিলে ভোটকেন্দ্র যাওয়ার দরকার নেই এবং যাদের সন্দেহ হবে, তাদের টেবিলের ওপরে ভোট মারতে হবে বলে ভোটারদের হুমকি দিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা।
সোমবার রাতে উপজেলার কাশিমারী ইউনিয়নের নতুনবাজার এলাকায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের প্রার্থী এসএম আতাউল হক দোলনের প্রচারণায় এ বক্তব্য দেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কাশিমারী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর মোল্লা।। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, কাশিমারী ইউনিয়নের নবীনবাজার এলাকার কারিগরপাড়ায় নৌকার প্রার্থীর সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কাশিমারী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর মোল্লা তার বক্তব্যে বলেন, ভোরে ঘুম থেকে উঠে আল্লাহর নামে ভোট কেন্দ্রে যান, আমি ভোট কেন্দ্রে থাকব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ।”
কোনো সমস্যা হলে আমি সেখানে আগে থাকব। সবাই দয়া করে ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিতে যাবেন। আর যারা নৌকা মার্কায় ভোট দেবেন না দয়া করে ওই দিকে যাওয়ার দরকার নেই একদম স্পষ্ট কথা।
যাদের সন্দেহ হবে তাদের কিন্তু টেবিলে ভোট মারতে হবে, এমনি গোপনে মারতে দেব না। আর যাদের সন্দেহ হবে না তারা গোপনে মারবে। আমি বেঁচে থাকতে আমাদের ৮ নম্বর কেন্দ্রে অন্তত এর বিকল্প কিছু হবে না।
এ সময় কাশিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সানা, গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিএম শফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আতাউল হক দোলন বলেন, বক্তব্যটি ১৮ সালের, নতুন কোনো বক্তব্য নয়। কিন্তু কেউ যদি এ ধরনের কথা বলে থাকে, সেটা তার ব্যক্তিগত বক্তব্য, আমার বা দলের নয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজিবুল আলম জানান, নৌকায় ভোট না দিয়ে কেন্দ্রে যেতে নিষেধ করা আ.লীগ নেতাকে দুপুরে ডাকা হয়। সেখানে সার্চ কমিটির চেয়ারম্যান ও ওসি উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস বলেন, আমি তাকে ডেকে তার বক্তব্য শুনেছি, ইউএনও ও ওসি মুচলেকা নিয়েছেন। সার্চ কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুপারিশপত্র পাঠানো হবে। কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে।