নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নৌকার বিরুদ্ধে গেলে এমন জায়গায় মারবো দেখাতে পারবেন না। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট দিতে না পারলে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের নবীনকৃষ্টপুর এলাকায় বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রোববার (১৭ ডিসেম্বর) তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
রিয়াজুল ইসলাম মাসুম বিএনপির কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, আপনারা ভোট বর্জন করেছেন, তাই আপনাদের ভোটকেন্দ্রে আসার দরকার নেই। আমরা আপনাদের ভোট পেয়েছি। নৌকায় ভোট দিতে না পারলে ভোটকেন্দ্রে যেতে হবে না।
তিনি বলেন, ভোটের দিন আপনারা কালা ভুনা করে গরুর মাংস দিয়ে ভাত খান। না হয় কক্সবাজার অথবা শ্বশুর বাড়িতে বেড়াতে যান। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এমন জায়গায় মারবো দেখাতে পারবেন না।
এ বিষয়ে রিয়াজুল ইসলাম মাসুম বলেন, বিএনপি ষড়যন্ত্র করছে, তাই তাদের সতর্ক করা হয়েছে।