গত বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে আরশি লিখেছেন, আমি আজ লাইভে এসে বিষয়টি পরিষ্কার করব ইনশাআল্লাহ। নোবেলের সঙ্গে আমার বিয়ে হয়নি বা কোনো সম্পর্কও নেই। নোবেলের বিরুদ্ধে আঙুল তুলে ফারজান আরশি লিখেছেন- নোবেলের স্ত্রী সালসাবিল আপু নিজেই বিষয়গুলো পরিষ্কার করেছেন; যা আপনারা বিভিন্ন খবরে দেখেছেন। আমি যদি নিজের ইচ্ছায় নোবেলের কাছে আসতাম, তাহলে আমার স্বামীর সঙ্গে থাকা সব ছবি ও ভিডিও ডিলিট করে দিতাম।
আরশি আরও লেখেন, এক কাপড়ে ঘর থেকে বের হয়েছিলাম- নোবেলের সঙ্গে দেখা করে ফিরে আসব। আমার সাথে আমার এক বান্ধবী ছিল। এমন অনেক বিষয় আছে যা আপনি জানেন না। তাই দয়া করে কোন ভুয়া খবর করবেন না। বর্তমানে নিজ বাসায় আছেন জানিয়ে আরশি বলেন, আমি খুলনায় আমার বাসায় আছি। আমি আজ লাইভে এসে সবকিছু পরিষ্কার করব। আমি নোবেলকে বিয়ে করিনি। আমি এখনও নাদিম আহমেদের স্ত্রী। দয়া করে সবাই আমাকে একটু সময় দিন।
সবশেষে আরশি লিখেছেন- যারা আমাকে চেনেন তারা অন্তত বুঝবেন। দুদিন আগে আমি আমার স্বামীর ছবি তুলে পোস্ট করেছিলাম, দুই দিনে এমন কী হলো সেটাই আমাকে বলতে দেবেন। যদি যাওয়ার ইচ্ছাই থাকত তাহলে সবকিছু ডিলিট করে দিয়ে যেতাম। এর আগে বুধবার রাতে এক ভিডিও বার্তায় আরশির স্বামী নাদিম আহমেদ বলেন, তার স্ত্রীর প্রতারণার শিকার হয়েছেন তিনি। তবুও চেষ্টা করেছেন স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে আনার।